বানভাসি
রাজিব আহমেদ
আমার ঘরের চাল ছুঁই ছুঁই
বাড়ছে বানের জল
গাই দুটো তো ভেসেই গেছে
কোথায় যাবো বল?
ভাতের হাড়ি, ধানের গোলা
বছর শেষের স্বপ্নগুলোও
সর্বনাশা বান যে আমার
নিয়ে গেলো ভেসে।
আমার ঘরের অবুঝ শিশু
পেটের জ্বালায় মরে,
আমরা গরীব দেখার মত
কেউ আমাদের নাই।
এই দেশেতে অনেক মানুষ
না খেয়ে আজও মরে
সেই দেশেরই কিছু মানুষ
দিল্লী বিলেত ঘোরে ।
আমরা চাষা তোমার তরে
ফলাই সবজি – ধান
সেই ধান আজ নিয়েছে কেড়ে
সর্বনাশা বান ।
তোমরা তবু বিদেশ থেকে
আনবে খাবার কিনে ,
আমরা না হয় মরবো ডুবে
মহাজনের ঋনে ।