(কালিয়াকৈর) গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাকিশবাথান বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন অতিক্রম করে।

এসময় অজ্ঞাত এক যুবক ট্রেনের জানালা দিয়ে মাথা বের করলে রেল লাইনের পাশের সিগন্যাল লাইটের খুটির সঙ্গে চাপা খেয়ে জানালা দিয়ে পড়ে যায়।

এ ঘটনায় ওই যুবকের দেহ মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা তাওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে স্টেশনে রেখে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।