ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) দুপুরে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, নেত্রকোণার মোহনগঞ্জের দুলাল পাল ও ময়মনসিংহ সদরের এ এফ এম সিদ্দিক। তারা করোনা ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনায় দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন ২৬ জন। আইসিউতে চিকিৎসাধীন ৪ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষায় করে ১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ১০ শতাংশ।