গাজীপুর প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত সোহান গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সাহেবাবাদ গ্রামের মফিজ উদ্দিন মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৩ জুলাই) রাতে সোহান ও তার সফর সঙ্গী একই এলাকার জাহিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যুগে কুমিল্লা থেকে গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ীর উদ্দেশ্যে রউনা হয়।

কুমিল্লা শহর পাড় হতেই দ্রুত গতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে সোহান ছিটকে পরে। এতে গুরুত্বর আহত হয় পিছনের সিটে থাকা জাহিদুল।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে।