রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে আব্দুল মান্নান (৮৪) নামে এক বৃদ্ধ মারা গেছেন। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ জুলাই) রাতে তিনি মারা যান।

আব্দুল মান্নান রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। এর বাইরে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী মৃত্যুর খবর নেই।

এর আগে গত ৪ মে রামেক হাসপাতালে করোনা ইউনিটে একজন প্রাণ হারান । এর প্রায় দুই মাস পর মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৮৪ বছর। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।

এদিকে, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল একজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় ৬টিতে করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৭ শতাংশ।