ছবিঃ ইন্টারনেট
নিউজ ডেস্ক: এডলফ হিটলারের একটি স্বর্ণের হাতঘড়ি নিলামে তোলা হচ্ছে। এই নিলামের আয়োজন করছে আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস। সংস্থাটি জানায়, ১৯৩৩ সালের ২রা এপ্রিল ঘড়িটি হিটলার তার ৪৪তম জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন। ওয়াশিংটন এক্সপ্রেস
নিলামে ঘড়িটির দাম ২ থেকে ৪ মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৫ সালের ৪ মে মিত্রবাহিনীর হানায় পশ্চাদপসরণ করেন অ্যাডলফ হিটলার। অভিযান চালানোর সময় এক ফরাসি সেনা ঘড়িটি খুঁজে পান বলে জানা যায়।
আরও পড়ুনঃ ভূতের ভয়ে ঘুম হচ্ছে না মাহি’র!……
এর আগে ২০১৭ সালে হিটলারের আঁকা পাঁচটি ছবির নিলাম হয়। যার মধ্যে চারটি ছবিতে স্বাক্ষর ছিল হিটলারের। নিলামে ওঠা দুটি ছবি ছিল ঊনিশ শতকের ঘোরার দিকে। নিলামের জন্য প্রতিটি ছবির প্রাথমিক দাম পাঁচ থেকে সাত হাজার পাউন্ড ধার্য করা হয়। হিটলারের স্বাক্ষর করা ছবিগুলোতে ফুটে উঠেছে গ্রামের রাস্তা, ফুলের বোকে, অস্ট্রিয়ার একটি শহরের তোরণ। ছবিতে স্থান পায় ঘড়ি, ফুলও। আর স্বাক্ষর করা ছবিগুলো ছিল তেল রঙে আঁকা।
হিটলারের আঁকা একাধিক ছবি নিলামে উঠে বলে দাবি করেছে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। আর প্রত্যেকবারেই আকর্ষণীয় দামে সেগুলোর নিলাম হয়।-ডেইলি মেইল
নিলামকারীদের মতে, ঘড়িটির আসল মালিক যে হিটলার ঐতিহাসবাদিরা দীর্ঘ গবেষণার পর নিশ্চিত হয়ে জানিয়েছেন।