আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবাল অবসরের ঘোষণা

স্পোর্টস নিউজঃ ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে ব্যাপারটি নিশ্চিত করেন এই ওপেনার। ছয় মাসের স্বেচ্ছা বিরতি সম্পন্ন হওয়ার আগেই দূরে দাঁড়ালেন তিনি।

শনিবার ম্যাচ শেষে অবসরের বিষয়ে কিছুই জানাননি তামিম। তবে খবর সম্মেলন সমাপ্ত হওয়ার কয়েক মিনিট পরই নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার। ফেসবুকের ওই পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

দেশের জার্সিতে তামিম সবশেষবার টি-টোয়েন্টি খেলেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। চোটের কারণে কিছুদিন তাকে এ সংস্করণে পাওয়া যায়নি। পরে ফিট হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দূরে দাঁড়ান তিনি নিজের ম্যাচ অনুশীলনের ঘাটতি ও তরুণদের চান্স করে দেওয়ার জন্য। বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ার পর তাকে দলে ফেরানোর কথা ওঠে বেশ কয়েকবারই। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন দফায়। কিন্তু উনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় উনি জানান, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি হতে ৬ মাসের বিরতি নিচ্ছেন। সেই ৬ মাস সমাপ্ত হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান এটিকে রূপ দিলেন স্থায়ী বিদায়ে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তামিমের টি-টোয়েন্টি ফিউচার নিয়ে চালু হয় নতুন বিতর্ক। অতঃপর এক ফেসবুক স্ট্যাটাসে তামিম বলেন, ‘বোর্ডের সাথে আমার যোগাযোগ নিয়মিতই রয়েছে ও তারা অত্যন্ত ভালোভাবেই জানে, টি-টোয়েন্টি নিয়ে আমার স্মরণ কোনটি। আমি স্রেফ নিজে সেই কথাটুকু বলতে চাই, সেই সময়টুকু চাই। সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। অথচ সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা……

অবশ্য সেই ছয় মাসের বিরতি সম্পন্ন হয়নি এখনো। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খেলার পর তামিম সেখানে থাকলেও টি-টোয়েন্টিতে স্বাভাবিকভাবেই খেলেননি। এবার অবসরের ঘোষণাই দিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচ খেলেছেন তামিম। দেশের হয়ে ৩য় সর্বোচ্চ ১৭৫৮ রান করেছেন তিনি। করেছেন একটি সেঞ্চুরি এবং ৭টি হাফসেঞ্চুরি।

তামিম কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে গুডবাই বলেছেন। এজন্য ধরেই নেয়া যায় এই ব্যাটার ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলবেন।