২০ বছর প্রেমের পর চতুর্থ বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। পাত্র হলিউড তারকা বেন অ্যাফ্লেক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ের পর জেনিফার লোপেজ

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ২০ বছর প্রেমের পর চতুর্থ বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। পাত্র হলিউড তারকা বেন অ্যাফ্লেক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ের পর জেনিফার লোপেজ তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’

মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন, জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক দীর্ঘ ২০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তাঁরা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। গত বছর আবার তাঁরা একত্র হন।

আরও পড়ুনঃ কাঁদতে কাঁদতে সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা……

প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার।

সপ্তাহ খানেক আগে প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেমের দুই বছর পূর্তি উদযাপন করেছেন বিশ্বখ্যাত গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। এরই মধ্যে আরেকটি খুশির খবর ভক্তদের জানালেন ৪৯ বছর বয়সী এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন দুজনই। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে- জেনিফার লোপেজের অনামিকায় হীরের আংটি। তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স। পাশেই জ্বলছে বোনফায়ার।

লোপেজের হবু বর অ্যালেক্স রড্রিগেজ পেশায় বেসবল প্লেয়ার। নিউইয়র্ক ইয়াংকিসের সাবেক খেলোয়াড় তিনি। জেনিফারের সঙ্গে হতে যাচ্ছে অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে সিনথিয়া নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি। পরে ২০০৮ সালে সংসারের ইতি টানেন তারা। সাবেক এই দম্পতির দুটি মেয়েসন্তানও রয়েছে। অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে হলেও, এটি জেনিফারের চতুর্থ বিয়ে। অ্যালেক্সের আগে, ওজানি নোয়া (১৯৯৭-১৯৯৮), ক্রিস জাড (২০০১-২০০৩) ও মার্ক অ্যান্থনির (২০০৪-২০১৪) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জেনিফারও যমজ সন্তানের জননী।