রাজবাড়ী প্রতিনিধি, শহিদুল ইসলাম : নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর মাছের পোনা অবমুক্তকরন,বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,মৎস্য চাষীদের সম্মাননা প্রদান ও প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করে।
সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরন উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু।এসময় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার,উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক,ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) প্রিয়া রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত করনের পর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ।
আলোচনা সভায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার,উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক , প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার আবু হেনা মোঃ আসিফ, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ঘোষনা করেন । পরে তিনি উপজেলার ৩ জন সফল মৎস্যচাষীকে মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করেন।
এবছরের মৎস্যচাষী হলেন,ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান,আব্দুল গফুর ও সাজেদুল ইসলাম। সভা শেষে মৎস্য চাষ বিষয়ক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করানো হয় ।