অনলাইন ডেস্কঃ রাত পোহালেই টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনের নবম ধাপে টাঙ্গাইল সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে কাকুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন; কাতুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন; ছিলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং মাহমুদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে প্রতিদ্বন্দ্বী কয়েক প্রার্থী অভিযোগ করেছেন, নির্বাচনে নৌকা প্রতীক ছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থীদের সঠিকভাবে প্রচার-প্রচারণা চালাতে দেওয়া হয়নি। নৌকা ছাড়া চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হিরো আলমকে ভিডিও সরাতে আইনি নোটিশ

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, তফসিল ঘোষণার পর থেকে চার ইউনিয়নের সব এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় চায়ের দোকান, হাট-বাজারসহ সবখানেই প্রার্থী, কর্মী-সমর্থক ও ভোটাররা ব্যস্ত সময় পার করেছেন। এ পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সোমবার মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলা নির্বাহী অফিসার ও একাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।