অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দেশ আজ রোল মডেল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়।
তিনি মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, নূরুল আমিন শিশির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আবু জাফর সিদ্দিকী রিপন, এ কে এম এনামুল বারী টুটুল, মোহাম্মদ আলী সিদ্দিল, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, হাজ্বী আলাল, রেজাউল করিম রিয়াদ, সুলতান মন্ডল সজল, মশিউর রহমান মামুন ,সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, আব্দুস সালাম, ওমর ফারুক ঝিনুক,আব্দুল ওয়াদুদ পাপ্পু, রশ্মি স্বর্না, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, আতাউর রহমান আতা, মশিউর রহমান, সোহানুল ইসলাম, আব্দুল হাকিম, সজল শেখ, মিলনসহ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।