অনলাইন ডেস্কঃ বগুড়ায় মৃত্যুর আরেক নাম মোটরসাইকেল দুর্ঘটনা। বেপরোয়া গতি, অদক্ষ চালক, অপ্রাপ্ত বয়স্ক, আধুনিক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ ভালো না জানা, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেটসহ অন্যান্য নিরাপদ সামগ্রী ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। প্রাণ হারানোর তালিকায় উঠতি কিশোর ও তরুণের সংখ্যা বেশি। জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গত চারমাসে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছে।
জানা যায়, বগুড়া শহরে মোটরসাইকেল বিক্রির জন্য প্রায় শতাধিক শোরুম রয়েছে। শোরুমগুলো বিভিন্ন দামের ও মানের মোটরসাইকেল বিক্রির হিড়িক পড়ে দুটি ঈদসহ অন্যান্য সময়ে। সামর্থ্যবানরা নিজেদের সন্তানদের দাবী পূরণ করতে গিয়ে নিত্য নতুন ও আধুনিক মোটরসাইকেল কিনে দিচ্ছেন। দক্ষতার সঙ্গে সাবধানতা না থাকায় বগুড়া জেলায় মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ভ্যান থেকে ছিটকে পড়েন মা-মেয়ে ট্রাকচাপায় নিহত
মোটরসাইকেল কিনলেও বেশিরভাগ চালকদের থাকছে না মোটরসাইকেল চালনায় হেলমেটসহ নিরাপত্তা সামগ্রী। যে কারণে দুর্ঘটনায় সহজে প্রাণ হারাচ্ছে বাইকাররা।প্রায়ই কোন না কোন দুর্ঘটনা ঘটলেও বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে বেপরোয়া মোটরসাইকেল। বগুড়া শহরের ব্যস্ততম সড়কে অলিতে-গলিতে, গ্রামের বড় রাস্তায়, মহাসড়কে প্রতিদিনই দেখা যায়, মোটরবাইকে উদ্দাম গতিতে চলেছে কিশোর-তরুণ-যুবকেরা। সাপের মতো এঁকে বেঁকে তড়িৎ গতিতে ছুটে চলে অসংখ্য মোটরসাইকেল। এদের বেশির ভাগই ১৮ বছরের নিচে কমবয়সী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
বগুড়া বিআরটিএ সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান জানান, বগুড়া জেলায় প্রায় দেড় লক্ষ মোটরসাইকেলের লাইসেন্স করা আছে। আরও প্রায় ৩ লক্ষ মোটরসাইকেল লাইসেন্স ছাড়া চলছে। এদের মধ্যে অদক্ষ চালকও রয়েছে। লাইসেন্স করা মোটরসাইকেল চালকরা বগুড়া শহর ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এদের মধ্যে এক শ্রেণীর চালক হচ্ছে বয়সে তরুণ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশ অনিয়ম করে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সড়কে মহাসড়কে অপ্রয়োজনীয়ভাবে বাইক চালাতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সূত্রে জানা যায়, বগুড়ায় চলতি বছরের এপ্রিল হতে জুলাই প্রথম সপ্তাহ পর্যন্ত ২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬ জন এবং আহত হয়েছে ৫ জন। এ পর্যন্ত মামলা হয়েছে মোট ২৫টি। এই হিসেবে বগুড়ায় গড়ে প্রতিমাসে ৬ থেকে ৭ জন করে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, বগুড়া সড়ক মহাসড়কে যেন দুর্ঘটনা না হয় সে বিষয়ে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সড়কে সার্বক্ষণিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রবণতা বেশি। মোটরসাইকেলে চালকদের পাশাপাশি সকল মোটরযানের চালকদেরকে সাবধানে গাড়ি চালানোর জন্য সচেতন করা হচ্ছে।