অনলাইন ডেস্কঃ পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ শনিবার দুপুরে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক টিকা দেশে এসে পৌঁছেছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। খুব শিগগিরই স্থান ও সময় জানানো হবে।