অনলাইন ডেস্কঃ ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবার সহজ ডটকমকে করা ভোক্তা অধিকারের এ জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট

এর আগে মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ গাইবান্ধা-৫,ডেপুটি স্পিকারের আসনে কে পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন?