অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত নামে একটি আবাসিক হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, মধ্য রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেতর থেকে কক্ষটি বন্ধ ছিল। সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ থানায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত তরুণী একা কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি বোরকা পরা ছিল। তার মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিল। আমরা রহস্য উদঘাটনে কাজ করছি।

হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী অনুযায়ী, সোমবার (০১ আগস্ট) সন্ধ্যা ৬টায় ৩০০ টাকা দিয়ে ৩০৪ নং কক্ষটি ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণী। ঠিকানায় হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরিজীবী বলে উল্লেখ করেন।

এছাড়া বিবরণীতে বাবার নাম জিসান মিয়া ও মা রোজিনা এবং একটি ফোন নম্বর উল্লেখ করেন।