অনলাইন ডেস্কঃ দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে সারাদেশে ২৩১টি চা বাগানে একযোগে ধর্মঘট করছেন শ্রমিকরা। এরমধ্যে রয়েছে হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগানও। আজ শনিবার থেকে জেলার এসব চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। চা শ্রমিকদের এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। দাবি আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তিনি জানান।আরও পড়ুনঃগাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের ২৪টি চা বাগানের ১০ জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। এজন্য অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। এতে বাগানগুলোতে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ থাকবে।

 

শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মো. নাহিদুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আমাদের এক ঘণ্টার বৈঠক হয়েছিল। আগামী ২৮ আগস্ট বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখে শ্রমিকদের আন্দোলন থেকে সড়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু শ্রমিকরা এতে সম্মত হননি।