বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর নিজের স্বপ্নের সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান।টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’ তৈরি করতে সময় লেগেছে ১৫ বছর। আমির খানের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি ‘লাল সিং চাড্ডা’। সারা দেশে জুড়ে ছবির শুটিং হয়েছে। কখনও সীমান্তে, কখনও কলকাতায়। স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ আগস্ট মুক্তি পেয়েছে ছবি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’।
আমিরের কাছের এক বন্ধু সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, সিনেমার ব্যর্থতায় ভেঙে পড়েছেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে, আমির সিদ্ধান্ত নিয়েছেন যে ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণ দেবেন তিনি। তবে কত টাকা ক্ষতিপূরণ তা জানা যায়নি। বয়কট ট্রেন্ডের মাঝেই মুক্তি পেয়েছিল এই সিনেমা। সবাইকে লাল সিংয়ের জার্নিতে সামিল হতেও আবেদন জানিয়েছিলেন আমির। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সেই সিনেমা।
‘লাল সিং চাড্ডা’ ছিল আমির খানের মনের কাছাকাছি এমন এক সিনেমা, যা তৈরি হতে ১৫ বছরেরও বেশি সময় লেগেছে। ১৫ বছর আগে চিত্রনাট্য তৈরি থাকলেও সিনেমাটি করার সাহস পাচ্ছিলেন না অভিনেতা। গত ৪ বছর টানা এই সিনেমা নিয়ে কাজ করছেন আমির। সুতরাং বক্স অফিসে এই সিনেমাটা যেভাবে পারফর্ম করেছে তাতে অভিনেতার মন ভেঙে যাওয়া স্বাভাবিক।
আরও পড়ুন: জ্বালানি তেলের দামবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল…
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। যে পরিমাণ ব্যবসার অনুমান করা হয়েছিল, বক্স অফিসে সেই জাদু তৈরি করতে ব্যর্থ হয়েছে এই সিনেমা। ফার্স্ট ডে এই সিনেমার টোটাল কালেকশন ছিল ১২ কোটি, যা গত ১৩ বছরে আমির খানের যেকোনও চলচ্চিত্রের সবচেয়ে খারাপ ওপেনিং ছিল। ১৮০ কোটি টাকায় বানানো ‘লাল সিং চাড্ডা’ প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ৫০ কোটিও আয় করতে পারেনি।
মুক্তির আগেই সিনেমাটি নেট দুনিয়ায় বয়কট ডাকের সম্মুখীন হয়েছিল। ২০২০ সালে আমির খানের তুরস্ক সফর এবং তুরস্কের ফার্স্ট লেডি এরদোগানের সঙ্গে একটি বৈঠক, আমিরের বিরুদ্ধে নেট দুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। দেশে অসহিষ্ণুতা নিয়ে পুরনো মন্তব্যের জন্যও নেট দুনিয়ায় আমিরকে নিয়ে তোলপাড় হয়েছে। এই সবই ‘লাল সিং চাড্ডা’র ব্যবসাকে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।
সিনেমার এই ব্যর্থতা দেখে কার্যত হতবাক আমির খান। ফরেস্ট গাম্প সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক এই সিনেমা। এই জনপ্রিয় হলিউডি সিনেমার সেরা সংস্করণ হিসাবে ‘লাল সিং চাড্ডা’ বানাতে চেয়েছিলেন আমির। বছরের পর বছর সত্যিই কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। তাই জনগণের প্রত্যাখ্যান তার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমিরের মনের অবস্থা গণমাধ্যমে বলেছেন আমিরের এক ঘনিষ্ঠ বন্ধু এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও।
অন্যদিকে, আমির খানের ভাগ্নি জায়েন মেরি খান পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতার। ‘লাল সিং চাড্ডা’ বয়কটের বিরুদ্ধে এই অভিনেতাকে সমর্থন করেছেন। জায়েন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, সবাইকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেছেন এবং লিখেছেন, এই ঘৃণামূলক প্রচারের মাধ্যমে সিনেমাকে ধ্বংস করতে দেবেন না। আমিরের কন্যা আইরা খানও তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জায়েনের ভিডিও পুনরায় পোস্ট করেন।