অনলাইন ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারাদেশে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সংগঠনের সভাপতি মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে এই আহ্বান জানান।
আরও পড়ুনঃ আবার ২ ছাত্রীকে ৬ ঘণ্টা নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই হরতালের ডাক দেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের আয় কমে গেলেও সরকার যেন ‘মূল্যবৃদ্ধির উৎসবে’ মেতে উঠেছে। চালের দাম অহেতুক বেড়েই চলেছে। এ অবস্থায় সাধারণ মানুষ বিপাকে পড়লেও সরকার নির্বিকার থেকে প্রকারান্তরে দুর্নীতিবাজ, মধ্যসত্ত্বভোগী আর কমিশন এজেন্টদের স্বার্থ রক্ষা করে চলছে। এর প্রতিবাদে সাধারণ মানুষকে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে।