প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক আইয়ুব আলীর (৪৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের রাজারহাট ফাজিল মাদ্রাসার কাছে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আইয়ুব আলী ও অটোরিকশার যাত্রী উপজেলার খুলিয়াতারী গ্রামের আকাশ (২২) এবং তার স্ত্রী নুরী বেগম (১৬) গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুবের মৃত্যু ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।