অনলাইন ডেস্কঃ রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য অনুসন্ধানের অনুমোদন ও অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন।আরও পড়ুনঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত বড় ভূমিকা নিতে পারে
গত ১৭ আগস্ট অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে সংস্থাটির সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।