অনলাইন ডেস্কঃ টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। তারা ৫.১ ওভারে ৫৪ রান যোগ করেন। এরপর রোহিত-রাহুল ফিরলে চাপে পড়ে ভারত। ওই চাপ সামলে বিরাট কোহলি এক প্রান্ত দিয়ে খেলে গেছেন। কিন্তু অন্যরা ব্যর্থ হওয়ায় ৭ উইকেটে ১৮১ রান করতে পেরেছে ভারত।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোরে আসা ভারতের হয়ে ওপেনার রোহিত ২০ বলে দুই ছক্কা ও এক চারে ২৮ রান করেন। অন্য ওপেনার রাহুল ১৬ বলে তিন চার ও দুই ছক্কায় খেলেন ২৮ রানের ইনিংস। কিন্তু চারে নামা সূর্যকুমার যাদব (১৩), পাঁচে নামা ঋষভ পান্ত (১৪) দ্রুত আউট হন।

রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা হার্ডিক পান্ডিয়া। আশা দেখানো দিপক হুদা আউট হন ১৪ বলে ১৬ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন বিরাট। সাবেক ভারতীয় অধিনায়ক ৪৪ বলে চারটি চার ও এক ছক্কায় ওই রান করেন। শেষ দুই বলে চার মারেন রবি বিষ্ণয়। 

পাকিস্তানের হয়ে ভালো বোলিং করেছেন দুই স্পিনার মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। বাঁ-হাতি স্পিনার নওয়াজ ৪ ওভারে ২৫ রানে নেন এক উইকেট। শাদাব ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। দুই পেসার হ্যারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ করে রান দিয়ে নেন একটি করে উইকেট। নাসিম শাহ ১ উইকেট নিলেও চার ওভারে দেন ৪৫ রান।