টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের কোনো এক সময়ে ক্লিনিকের পাশের ডোবায় ওষুধগুলো ফেলে দেন স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
আরও পড়ুনঃ বগুড়ায় একই স্থানে যুবলীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি
প্রত্যক্ষদর্শী বাবু বলেন, সকালে গাবসারা ক্লিনিকের পাশের একটি ডোবায় বিভিন্ন ধরনের ওষুধ দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখেন সেগুলো সরকারি ওষুধ। পরে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওষুধগুলো উদ্ধার করে ইউপি সদস্যের কাছে জমা দেন।
ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে।
ভূঞাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোবহান হোসেন বলেন, ঘটনা জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনা সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।