রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চার গ্রামকে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে উপজেলার রাজাবাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধ করে চলা মানববন্ধনে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুনঃ কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মার ভাঙনে শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এখন নদীর পানি বাড়তে থাকায় আবারো ভাঙন দেখা দিয়েছে। এখন ভাঙন রোধে ব্যবস্থা না নিলে দেওপাড়া ইউনিয়নের চারটি গ্রাম বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন, ইউপি সদস্য আফতাব উদ্দিন, রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।