অনলাইন ডেস্কঃ জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।
আরও পড়ুনঃ বাংলাদেশ-ভারতের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এতে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
তবে অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে বলে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে ৷ ত্রুটির কারণ ও স্থান এখনও চিহ্নিত হয়নি।