অনলাইন ডেস্কঃ এশিয়া কাপে মাঠে কিংবা মাঠের বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হবে এটাই ধারণা করা হয়েছিল। কিন্তু দুই দলের ক্রিকেটার ও ভক্তরা শান্তির সাদা পতাকা উড়িয়েছেন।

আরও পড়ুনঃ ভারত হারলে বদলে যাবে এশিয়া কাপের দৃশ্যপট

এশিয়া কাপে ওই লড়াই দেখা গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক-বর্তমান ক্রিকেটাররা কথার লড়াইয়ে নামেন।

ঘটনা ম্যাচের ১৯তম ওভারের। ওই ওভারে হ্যারিস রউফকে দারুণ বোলিং করে চাপ তৈরি করেন ফরিদ। পরে আসিল ব্যাটে গিয়ে ছক্কা হাঁকান। পঞ্চম বলে শট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি। তাকে আউট করায় কঠিন দৃষ্টিতে তাকিয়ে উল্লাস করেন ফরিদ। বিষয়টি ভালো না লাগায় তেড়ে এসে আসিফ ব্যাট দিয়ে তাকে মারার ভঙ্গি করেন।

গ্যালারিতেও ওই উত্তাপ ছড়িয়ে পড়ে। আফগানিস্তান ও পাকিস্তান ভক্তরা একে-অপরের সঙ্গে কথা কাটাকাটি করে। ম্যাচ শেষ হতেই আফগানদের ট্রল করে পাকিস্তান জয় উল্লাস শুরু করে। বেধে যায় দুই দলের মারামারি। আফগান ভক্তরা পাকিস্তানের ভক্তদের গ্যালারির চেয়ার ছুঁড়ে ও চেয়ার তুলে মারধরও করেছেন।

তবে আফগান ভক্তরা গ্যালারির মারামারি এক পাশে সরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ আলীর শাস্তির দাবি তুলেছেন। তারা আইসিসির কাছে মারমুখী ভূমিকা নেওয়া আসিফের নিষেধাজ্ঞা চেয়েছে। আসিফ অবশ্য আইসিসির নিয়ম অনুযায়ী, শাস্তি পাওয়ার মতো অপরাধ করেছেন। ডি মেরিটি পয়েন্ট ও জরিমানা খেয়ে এ যাত্রায় পার পেতে পারেন তিনি।