অনলাইন ডেস্কঃ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে চিকিৎসকরা মেডিকেল পর্যবেক্ষণে রেখেছেন। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। বিবিসির খবরে বলা হয়েছে, এই সংবাদে রানির ছেলে প্রিন্স উইলিয়াম বালমোরালে রানির রাজপ্রাসাদে রওনা হয়েছেন।রানির পাশে থাকবেন তিনি।
আরও পড়ুনঃ
কেনজিংটন রাজপ্রাসাদের মুখপাত্র জানিয়েছেন, ডিউক অব কেমব্রিজ ইতোমধ্যে বালমোরালে রানির কাছে রওনা হয়েছেন।এদিকে রানির স্বাস্থ্যের এমন সংবাদে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সমগ্র দেশ রানি ও তার পরিবারের পাশে আছে বলেও উল্লেখ করেছেন তিনি। কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার রানির বালমোরাল প্রাসাদে সফর করেন লিজ ট্রাস।
রানি এলিজাবেথের বয়স ৯৬ বছর। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি ব্রিটিশ রাজপ্রাসাদের দায়িত্ব পালন করছেন।