অনলাইন ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে পাকিস্তান। আফগানিস্তানকে শেষ ওভারে ১ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।আরও পড়ুনঃ মাঠে ফরিদের দিকে মারমুখী আসিফ, গ্যালারিতে ভক্তদের হাতাহাতি

ভারত ও আফগানিস্তানকে বিদায় করে উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। পাকিস্তানের ওই জয় উদযাপন করতে গিয়ে পেশোয়ারের মাতনি আদিজায় অন্তত দু’জন নিহত হয়েছেন। নারীসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গায়ে গুলি লেগে সুদাইস নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। গুলি লাগা খাইয়াম নামের অপর জনেরও মৃত্যু হয় কিছুক্ষণ পরে।

পেশোয়ার পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা ৪১জনকে আটক করেছে। এছাড়া অবৈধ্য অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ্য অস্ত্র উদ্ধার কার্যক্রম তারা চালু রাখবেন।