অনলাইন ডেস্কঃ ভারতের কলকাতায় অভিযান চালিয়ে আবারও কোটি কোটি রুপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার সকালে কলকাতা শহরের গার্ডেনরিচ, পার্ক স্ট্রিট ও মোমিনপুর একযোগে অভিযান চালিয়ে রুপিগুলো উদ্ধার করা হয়। তবে কোন মামলায় এই অভিযান চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।আরও পড়ুনঃমায়ের মৃত্যুর পরে রাজপাটের দায়িত্ব নিলেন পুত্র, রাজা তৃতীয় চার্লস দিলেন বার্তা
শনিবার সকাল থেকেই তিনটি দলে ভাগ হয়ে ইডি কর্মকর্তারা মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটে এবং পরিবহণ ব্যবসায়ী নিসার খানের নিউটাউন, তারাতলা হাইড রোডের অফিসে ও গার্ডেনরিচের ই সেভেন ফ্ল্যাটে তল্লাশি চালান। এ সময় নিসার খানের গার্ডেনরিচের ই সেভেনে ফ্ল্যাটের খাটের তলা থেকে প্লাস্টিকের ব্যাগে থরে থরে সাজানো ৫০০ এবং ২০০০ টাকার বান্ডিল উদ্ধার করা হয়।
ইডি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৭ কোটি রুপির গণনা করা হয়েছে। তবে নোট গোনার কাজ এখনও চলছে ।
এছাড়াও পার্ক স্ট্রিট লাগোয়া ম্যাকলয়েড স্ট্রিটের একটি বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছেন ইডি কর্মকর্তারা।
গত জুলাই মাসের সরকারি শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এসময় সাবেক মন্ত্রীর বান্ধবীর দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় ৫২ কোটি রুপি,বিদেশি মুদ্রা কয়েক কেজি সোনা, হিরা, একাধিক জমি, বাংলো , বাগানবাড়ি নথিপত্র উদ্ধার করেন উডির কর্মকর্তরা।