অনলাইন ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই নারী মামলা করলে করলে শুক্রবার দুপুরে র‍্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি কবিরাজ সুহেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। আরও পড়ুনঃ টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু

গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।

পুলিশ জানায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে তিনি নানা কথা বলে ওই নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। পরে সন্ধ্যার পর তার আরেক সহযোগীসহ নারীকে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।