অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রবিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুনঃ মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার খলিলুরের বিষয়ে রায় ১৩ সেপ্টেম্বর
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় এম এন একাডেমি স্কুল মাঠে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিন বিকাল তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের মরদেহ রাখা হবে। বাদ আছর বায়তুল মোকারম জাতীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। এসব তথ্য জানিয়েছেন সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান।