অনলাইন ডেস্কঃ আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের বিতর্ক, যা চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৭৭তম ইউএনজিএ বৈঠকে সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সাধারণ পরিষদের বিতর্কে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ঢাকার পক্ষ থেকে আহ্বান জানানো হবে।
আরও পড়ুনঃচালের বড় মজুতেও অস্বস্তিতে সরকার
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে ব্রিটিশ মন্ত্রী লর্ড তারিক আহমেদ, যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ১৮ সেপ্টেম্বর বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের উদ্দেশে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনা আয়োজনে যোগ দেবেন। পরদিন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।
এ সফরে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আলোচনায় আসবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল বিতর্কে যোগ দেওয়ার পাশাপাশি আরও চারটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গা ও আশ্রয়ণ প্রকল্প নিয়ে দুটি সাইড ইভেন্টে যোগ দেবেন তিনি। এবারে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ১৬৭ জন।