পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের উজানে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির এই মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

জেলে সোনাই হলদার জানান, বড় মাছের আশায় জাল নিয়ে তিনিসহ নৌকায় থাকা তার সহযোগীরা ভোর থেকে নদীর বিভিন্ন অংশে জাল ফেলেন। অবশেষে সকাল পৌনে ৮টার সময় ৭ নম্বর ফেরিঘাটের নিচে তীব্র স্রোতের মধ্যে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, সকালে ২৫ কেজি ওজনের ওই মাছটি আড়তে নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যাবসায়ীদের অংশ গ্রহণে নিলামে ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন মাঝেমধ্যই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।