স্পোর্টস ডেস্ক : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগারদের সামনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক শাহাদাত হোসেন রাজীব।
তার বদলে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ শরীফ। তবে টসে হেরে যান তিনি। কিউই অধিনায়ক রস টেলর টসে জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচটি বাংলাদেশ সময় ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় ৬টা ৩০ মিনিটে শুরু হয়েছে।
খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কাটা গেছে ম্যাচটিতে। প্রতিটি দল ১১ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।
বাংলাদেশ একাদশ: নাজিমউদ্দীন, আফতাব আহমেদ, অলক কাপালি, মেহরাব হোসেন, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), আবু হাসান, মোহাম্মদ শরীফ (অধিনায়ক), আবদুর রাজ্জাক, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, খালেদ মাসুদ।
নিউজিল্যান্ড একাদশ: জেমি হাউ, অ্যান্টন ডেভচিচ, ডিন ব্রাউনলি, রস টেলর (অধিনায়ক), নিল ব্রুম, গ্যারেথ হপকিন্স, জেসন স্পাইচ, হামিশ বেনেট, কাইল মিলস, স্কট স্টাইরিস, জেমস ফ্র্যাঙ্কলিন।