সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: সাঘাটা উপজেলার ডাকবাংলা থেকে জুমারবাড়ী সড়কে আমদির পাড়া বটতলী নামক স্থানে মতলুবর (৬০) নামের মুদি দোকান মালিক নিহত।
এলাকাবাসি সুত্রে জানা যায় , (শনিবার) ১৭ সেপ্টেম্বর বিকেলে নিহত মতলুবর তার দোকানে সামানে রাস্তায় দাড়িয়ে ছিল। হঠাৎ ডাকবাংলা থেকে জুমারবাড়ী যাওয়ার সময় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা দেয়।
ঘটনা স্থানে মতলুবর অজ্ঞান হয়ে পড়ে এলাকাবাসি উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।