লেখক : আনোয়ার হোসেন
ধুসর পৃথিবীর ধুসর মানুষ
ফানুশের পেছনে
অসার হৃদয়ের রাজত্ব
কথা বোঝা দায়,
মন বোঝা দায়
সব যেন ভাসমান
বরফ চাইয়ের শির।
এ যেন সত্য যার যার
আরও পড়ুন : শিল্প-সাহিত্য-সংস্কৃতিতেই পরিচয়
মিথ্যা সবার!
আমিও অধীর। তাই
ইচ্ছে হয় আবার–
অতীত ভালোবাসাগুলো
শিশির ধোয়া সকালে
ফুল কুড়ানোর মত
একসাথে জড়ো করি,
শিউলি ফুলের মত মালা করে
বিলাই জনে জনে।
ইচ্ছে হয় আবার নতুন করে,
সবকিছু ভুলে, প্রাণ খুলে ভালোবাসি,
মুগ্ধ হয়ে সবার প্রতি
সারল্যর হাসিটা হাসি
ঠোঁটের মাঝে ইচ্ছেমতো ধরে রাখি–
অসংকোচ প্রকাশ।
সেই রাঙানো রঙিন
দিনগুলো, ইচ্ছে করে
আবার নিয়ে আসি
মনের আঙিনার কোমল রোদ্দুরে
সবাই মিলে একসাথে
উপভোগ করি,
শীতের সোনা-রোদের মত।
ভাবতে ভীষণ ইচ্ছে করে
এই পৃথিবীতে কোনো পঙ্কিলতা নেই
কখনো ছুড়ে ফেলে না কেউ
কোনো অসহায় প্রাণ
আগুন-পোড়া কোনো দিনের মাঝে।
বার বার, প্রতি বার ইচ্ছে করে–
ভুলে গিয়ে অহম আঘাত
নতুন করে শুরু করি
হেমন্তের স্নিগ্ধ সকালের মত
এই যেমন এখন আছি
আমার কর্ম মাঝে
কোনো কষ্ট নেই অহম নেই
হিংসা নেই বিদ্বেষ নেই,
প্রতিযোগ আছে, প্রতিযোগিতা নেই–
বিস্মৃত এক নায়কের মত
যার কোনো অতীত নেই,
ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান
সাথে এক নব যুগ, নব প্রান্তরে
ভালোবাসা আর প্রেরণায়
উন্মুখ হওয়া
এক ঝাঁক কচি কমল মুখ।