আশিকুর রহমান : ছোট বেলা থেকেই সম্রাট জাহাঙ্গীরের স্বপ্ন, বড় হয়ে গুনী নাট্য নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর সাথে কাজ করবেন। তবে সেই স্বপ্ন তার অনেক আগেই পূরণ হয়েছে। দীর্ঘদিন দিন এই নির্মাতা সালাহউদ্দিন লাভলুর সাথে সহকারী পরিচালক হিসেবে তালিম নিয়েছেন। বর্তমানে সম্রাট জাহাঙ্গীর বেশ জনপ্রিয় নাট্য পরিচালক হিসেবে কাজ করছেন।
সম্প্রতি “জামাই বাজি” শিরোনামে একটি নাটক রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। এই নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি শাহেদ শাহরিয়ার ও অলংকার চৌধরী।
কাহিনী সংক্ষেপ : ক্লাসে সবাই মিলি একটা পার্টির আয়োজন করছে। কারন জেসমিনের কাছ থেকে বাজিতে জিতেছে মিলি। বাজিটা ছিলো, অয়ন নাকি ভার্সিটির কোন মেয়েকে পাত্তা দেয় না। তাই মিলি অয়নকে পটিয়ে এক সপ্তাহ চুটিয়ে প্রেম করছে। এই বাজিতে মিলি জেসমিনের কাছে ৫ হাজার টাকা নিয়ে সবার সামনে অয়নের সাথে ব্রেকআপ করে দেয়। এই ভাবেই দুষ্ট-মিষ্টি কাহিনি নিয়ে এগাতে থাকে নাটকের গল্প।
“জামাই বাজি” প্রসঙ্গে সম্রাট জাহাঙ্গীর বলেন, আমি আসলে একজন পরিচালক হবার চেষ্টা করছি। নাটক লেখা অনেক কঠিন কাজ। আমার গল্প সাধারণত আমিই লিখি,পাশাপাশি বড় বড় নাট্যকারের ভালো গল্প খুজছি।
তিনি আরও বলেন, ‘দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা বরাবরই থাকে আমার। সেই চেষ্টার মধ্যে “জামাই বাজি” কাজটির প্লান বেশ ব্যতিক্রম। একটু ভিন্ন আঙ্গিকে গল্প বলা হয়েছে । ফলে নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী। এটাও ঠিক, নাটকটি আমার ভাবনাকেও ছাড়িয়ে দিবে। মানুষ নাটকটিকে দেখে হৃদয়ে গেঁথে নিবে এটা আমার বিশ্বাস।’ কাজটি অনেক যত্নসহকারে করেছি আশা করি দর্শক আমার কষ্টের দাম দিবে। আর আশা করি এই নাটকটি সবার ভালো লাগবে।
এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহেদ শাহরিয়ার, অলংকার চৌধরী, রত্না খান, ম আ সালাম, শায়লা, নিশি,পাপ্পু, মারিয়া, চন্দন, আরিফ খানসহ অনেকেই।