অনলাইন ডেস্কঃ  দিনাজপুরের  বিরামপুরে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ লাকী বেগম (৩৫) নামে এক  নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আটককৃত আসামীকে আদালতে মাধ্যমে দিনাজপুর কোর্টে পাঠানো হয়েছে ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে তিন রোহিঙ্গাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

আটককৃত লাকী বেগম (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর মেয়ে।বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিরামপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দক্ষিন পার্শ্বে শিমুল ফিজিওথেরাপির সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পুলিশ অভিযান চালায়। এসময় ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ লাকী বেগম (৩৫) নামে ওই এক নারীকে পুলিশ আটক করে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী লাকী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে দিনাজপুর কোর্টে পাঠানো হয়েছে।