অনলাইন ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে নিজেদের মাঠে ঝালিয়ে নিতে ব্যস্ত বিশ্বের নামি-দামি ফুটবল দলগুলো। সেই ফুটবল মহারণের আগে দেখে নেওয়া যাক জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তালিকায় কোন দলের দাম কতো?

আরও পড়ুনঃ বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক কত, জানাল বিসিবি

দেশগুলোর খেলোয়াড়দের বিভিন্ন ক্লাবের মূল্যসহ আর্থিক নানা দিক বিবেচনায় দলগুলোর বাজার মূল্য নির্ধারণ করেছে ট্রান্সফার মার্কেট। দামি দলের তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ডের নাম। দলটির আর্থিক মূল্য ১.৩ বিলিয়ন ইউরো।

দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দলটি অর্থমূল্য ১.০৫ বিলিয়ন ডলার। এরপরেই আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দলটির বাজার মূল্য ৯৩৮ মিলিয়ন ডলার।

এর পরে আছে জার্মানি, ফ্রান্স ও স্পেনের মতো হেভিওয়েট দলগুলো। আর দামি ফুটবল দলের তালিকার সাত নম্বরে থাকা আর্জেন্টিনার ৬৭১ মিলিয়ন ইউরো।

দামি দেশের তালিকার আটে আছে ইতালি, নয় নম্বরে বেলজিয়াম ও দশে নেদারল্যান্ডস।