অনলাইন ডেস্কঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কভিড-১৯ পরবর্তী পরিস্থিতি এবং বর্তমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় ইসলামিক অর্গানাইজেশন অব ফুড সিকিউরিটির (আইওএফএস) দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা খুবই দরকার।

আরও পড়ুনঃ

গাইবান্ধায় উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: সিইসি

মঙ্গলবার তিউনিসিয়ায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী আইওএফএসের পঞ্চম সাধারণ সম্মেলনে ‘কান্ট্রি ডিবেটে’ অংশ নিয়ে প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবী এখন ইতিহাসের চরম সংকটকাল অতিক্রম করছে। কভিড-১৯ মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মানবজাতির সংকট বেড়েছে। খাদ্য নিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়।

আইওএফএসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার। তিনি কৃষি ও খাদ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে আরও বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আইওএফএসের চেয়ারম্যান ছাড়াও কান্ট্রি ডিবেটে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, তাজিকিস্তান এবং কাজাখস্তানের পক্ষ থেকে দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে ওআইসি, আইওএফএসভুক্ত দেশ ও পর্যবেক্ষক দেশের সংশ্নিষ্ট মন্ত্রী, সহযোগী সংস্থার প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।