ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

ফরিদপুর প্রতিনিধি : জাকজমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতারা।

এরপরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন পুলিশ সুপার মো. শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক তসলিমা আলী ও বিপুল চন্দ্র দাস, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেত্রীরা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় এবং বেলুন ওড়ানো হয়।