অনলাইন ডেস্কঃ  জঙ্গিদের খোঁজে পাহাড়ে সমন্বিত অভিযানে বেশ অগ্রগতি রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তারা বলছে, কয়েক দিনের মধ্যে আরও কয়েকজনকে আইনের আওতায় আনা যাবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গতকাল বুধবার এসব তথ্য জানান।আরও পড়ুনঃবৈঠকে ‘স্বস্তি’ খুঁজে পেল ইসি

র‌্যাবের মুখপাত্র বলেন, পাহাড়ে জোরালো অভিযান চলছে। জায়গাটা দুর্গম ও ঝুঁকিপূর্ণ। পর্যটকরা সেখানে ঘোরাফেরা করেন। এ কারণে স্থানীয় প্রশাসন ওই এলাকায় পর্যটকদের যেতে নিষেধ করছে।

কমান্ডার মঈন বলেন, তথাকথিত হিজরতের নামে যারা বাসা থেকে বের হয়েছে, তাদের হিজরতে যেতে কারা উদ্বুদ্ধ করেছে, কারা প্রশিক্ষণ দিয়েছে- তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে জানা গেছে, নিরুদ্দেশ জঙ্গিরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে।

সেখানে তারা অবস্থান করছে। পাহাড়ে জঙ্গিদের অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছে। অভিযান অব্যাহত আছে। দ্রুত গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। দুর্গম অঞ্চলে স্থায়ী হতে সহায়তা লাগে। এজন্যই বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন নিরুদ্দেশ ব্যক্তিদের প্রশিক্ষণ নিচ্ছে, রসদ সরবরাহ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভিডিও ভাইরাল হয়েছে, এগুলো গুজব মনে হয়েছে।