অনলাইন ডেস্কঃ নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটে বিমানেই নারী সহযাত্রীর শরীরে মূত্র বিসর্জন করেছিলেন ভারতীয় নাগরিক শঙ্কর মিশ্র। ঘটনা প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশের একটি দল।
এনডিটিভি বিশেষ সূত্রের বরাতে জানিয়েছে, অভিযুক্ত শঙ্কর গ্রেফতার এড়াতে নিজের শহর মুম্বাই থেকে পালিয়েছেন।পুলিশের ধারনা শঙ্কর বর্তমানে অন্য কোনো রাজ্যে লুকিয়ে আছে। যতদ্রুত সম্ভব তাকে ধরতে কাজ করছে পুলিশ।
আরও পড়ুনঃনববর্ষের প্রাক্কালে ক্ষেপণাস্ত্র হামলা, ‘রাশিয়ার ক্ষমা নেই’
এই ঘটনার পর এয়ার ইন্ডিয়া শঙ্করকে ত্রিশ দিনের জন্য নিষিদ্ধ করেছে। সরকার তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে। দিল্লি পুলিশ তার বিরুদ্ধে যৌন হেনস্তা বিষয়ক একটি মামলাও দায়ী করেছে।
নভেম্বর মাসের ২৬ তারিখ মদ্যপ অবস্থায় শঙ্কর ওই নারীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটান। ওই নারীর অভিযোগ ছিল, এমন কাণ্ডের পরও সেই ভেজা আসনে বসে তাকে যাত্রা শেষ করতে হয় এবং শঙ্করের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি