ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার বিভিন্ন বয়সের মানুষেরা।
আরও পড়ুনঃ লালমনিরহাটে তিন দিনব্যাপী ইজতেমা শুরু, ধরলার তীরে লাখো মুসল্লির ঢল
এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটায় এ রকম পদক্ষেপ নিয়েছেন তারা । জানা যায় বিগত কয়েক দিন ধরেই গ্রামের বিভিন্ন বাড়িতে একের পর এক চুরি হচ্ছিল । চোর ঠেকাতেই এমন পদক্ষেপ তাদের । ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায় নরুন্দা গ্রামের কহেল মিয়ার বাড়িতে ও বাদশা মিয়ার বাড়িতে টিউবয়েলে নেশা জাতিয় দ্রব্য মিশিয়ে রাখে দুর্বৃত্যরা । পরে সেই পানি পান করেই একই পরিবারের ৫ জন অচেতন হয়ে পরে । পরদিন সকালে স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । দুর্বৃত্যরা তাদের ঘরের টিন কেটে নগদ টাকা , গহনা , মোবাইল , কম্বল সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় । কহেল মিয়া জানান তাদের বাড়তেও একই ভাবে সবাইকে অচেতন করে টাকা পয়সা লুটে নেয় একটি সংগবদ্ধ চক্র ।
দুবাই প্রবাসীর স্ত্রী রুমানা আক্তারের রান্না ঘরের খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে রাখা হয় । সেই খাবার খেয়ে অচেতন হয়ে পরে , এবং একই ভাবে তার বাড়িতেও চুরির ঘটনা ঘটে ।
পার্শবর্তি রহিম মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে তার কষ্টের সম্বল তিনটি গরু নিয়ে যায় চোরের এই চক্র । নিজের এই সম্বল হারিয়ে রহিম মিয়া এখন পাগল্প্রায় অবস্থা । স্থানিয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান , মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী অনেকেই এখন সর্বশান্ত । তিনি প্রশাসন ও মিডিয়ার কাছে এর সুষ্ঠ্য বিচার কামনা করেন ।
পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নরুন্দা গ্রামের বাসিন্দা বাবু রাম প্রসাদ সরকার বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত করছে , আমরাও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যাতে মাদক ও চুরি মুক্ত এলাকা গড়তে পারি । মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স জারি আছে । এবং সেই সাথে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি যাতে আর কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে ।