ডেস্ক রিপোর্টঃ কলকাতায় বনলতা কনসোর্টিয়াম লিমিটেড আয়োজিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতের কলকাতায় পৌছেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ।
এসময় নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম এবং আয়োজক কমিটির আহ্ববায়ক শ্রী অবনী কুমার ঘোষ।
উল্লেখ্য আজ বিকেল পাঁচটায় কলকাতার রোটারী সদন অডিটোরিয়ামে “বঙ্গবন্ধু , বাংলাদেশ ও শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম । সম্মানীত উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সমবায় মন্ত্রী শ্রী অরুপ রায় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নজরুল ইসলাম বাবু এমপি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার , পশ্চিমবঙ্গের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শ্রী মদন মিত্র , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু , কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের মান্যবর উপ-হাইকমিশনার জনাব আন্দালিব ইলিয়াস , কলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিস সুর , বনলতা কনসোর্টিয়াম লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এস এম মাহাবুব আলম , হোয়াইট ট্রায়াঙ্গেল এম সি এল এর কর্ণধার জনাব মোহাম্মাদ নাসির উদ্দিন , বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক ভুইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সভাপতি জনাব কবির বাহার জনি , মল্লিক ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সাল্টিং লিমিটেডের কর্ণধার আব্দুল হালিম মল্লিক সহ আরও অনেকেই ।
আরও পড়ুনঃ বাড়ছে না বাসাবাড়ির চুলার গ্যাসের দাম
প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক। বিশেষ আলোচক হিসেবে থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য ড. পবিত্র সরকার , বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সাধারন সম্পাদক জনাব মোজাম্মেল হোসেন মুন্না ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী তরিক মৃধা ও সাদাত হোসাইন এবং স্থানীয় শিল্পীবৃন্দ ।