অনলাইন ডেস্ক : বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। শুক্রবার (১০ মার্চ) বিকেলে ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতায় ছিলেন দুই পরিবারের সদস্য এবং বর-কনের বন্ধু ও কাছের মানুষেরা। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিন্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

বরের বড় ভাই জাভেদ জানান, দুই পরিবারের সম্মতিতে নাভেদ পারভেজ ও ফারহানা হোসেন বিন্তির বিয়ে হয়েছে।

অনেকদিন ধরে আমেরিকা প্রবাসী নাভেদ পারভেজ। বিয়ের জন্য গত ৪ মার্চ ঢাকায় এসেছেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে আবার আমেরিকায় ফিরবেন জনপ্রিয় এই সুরস্রষ্টা। সেখানে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি। এর ফাঁকে বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য সুর সৃষ্টি করেন নিয়মিত।

নিপুণের দেওয়া শাড়ি বাসায় সেভাবেই আছে, ক্ষোভ নূতনের নিপুণের দেওয়া শাড়ি বাসায় সেভাবেই আছে, ক্ষোভ নূতনের
২০১৪ সাল থেকে সংগীতাঙ্গনে কাজ করছেন নাভেদ পারভেজ। তার সুর করা নাটক ও ‍সিনেমার গান এবং বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার গান ‘চলো নিরালায়’। ইউটিউবে লাইভ টেকনোলজিসের অফিসিয়াল চ্যানেলে অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটির ভিউ ১ কোটি ৬৪ লাখ পেরিয়েছে। এছাড়া ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে।

নাভেদ পারভেজের সুর করা জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘ফেরাতে পারিনি’ (রেহান রাসুল), ‘রোজ বেলাশেষে’ (মাহতিম শাকিব), ‘প্রেমের বাকি গল্প সাজাই’ (এপি শুভ), ‘দিল আমার খুশিতে ড্যাং ড্যাং করে’ (অয়ন চাকলাদার), ‘আমি পারবো না তোমার হতে’ (তাহসান, কোনাল), ‘আয়না বলনা’ (অস্তিত্ব) প্রভৃতি।