স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার। তবে শেষ ওয়ানডে ম্যাচে থাকছেন না টাইগারদের বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আফিফের ফেরা প্রসঙ্গে বাশার বলেন, ‘স্কোয়াড ছোট করে দিয়েছি। দ্বিতীয় ওয়ানডের জন্য তো আমাদের দল ছিল ১৫ জনের তবে শেষ ম্যাচের জন্য সেটা আমরা ছোট করে দিয়েছি। শেষ ম্যাচের দল থাকবে ১৪ জনের। যেহেতু ব্যাকআপ খেলোয়াড় রয়েছে এছাড়া সেক্ষেত্রে কাউকে বসিয়ে রেখে তো লাভ নেই।’

বিস্তারিত আসছে….