রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল সাহাসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের হয়েছে।
মামলা নং মিস পিটিশন ১৫৪/২৪। ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬(২) দন্ডবিধি। মামলাটি দায়ের করেছেন এক বিধবা নারী। তার নাম আলেয়া বেগম (৫০)। সে কালুখালীর পশ্চিমধানবাড়ীয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী। মামলার অন্যান্য আসামীরা হলো আ: মতিন, জিন্নাহ প্রামানিক, মিজানুর রহমান মিজান,সিদ্দিক, নজরুল খা,লালটু ফকির, অজয় মহুরী ও মুক্তার মেম্বর।
রাজবাড়ীর বিজ্ঞ কালুখালী আমলী আদালতে দায়েরকৃত মামলায় বাদী দাবী করেছেন, আসামীগন বাদীর পরিবারের সদস্যদের ছবি তুলিয়া জানায় তার নামে শেখ হাসিনার ঘর বরাদ্দ হয়েছে। পরে ওইঘরটি অন্য একজনকে দিয়ে দেয়। এ ধরনের প্রতারনার কারন জানতে চাওয়ায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফার নির্দেশে আসামীগন বাদীনিকে মারপিট করে ও জীবন নাশের হুমকী প্রদান করে। ফলে আলেয়া বেগম আদালতে মামলা দায়ের করে।
মামলা সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন নিলুফা মুঠোফোনে জানান, আমিও মামলার কথা শুনেছি। তবে এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না।
জানা গেছে, ঘটনার পরই মিজানুর রহমান মিজান, লালটু ফকির ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল সাহা এলাকা থেকে পালিয়ে যায়।