কালুখালী ( রাজবাড়ী) প্রতিনিধি: প্রতারনা মামলা করে ন্যায় বিচার না পাওয়ায় সংশয়ে আছে অসহায় আলেয়া বেগম। তার বাড়ী রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামে।
আলেয়া জানান, গত ১১/১২/২০২৪ ইং তারিখে ৯ জনের নামে রাজবাড়ীর কালুখালী আমলী আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং মিস পি ৫৪/২৪। ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬(২) দ: বি:। মামলার আসামীরা হলো হাছিনা পারভীন (৪০), আ: মতিন,জিন্নাহ,মিজানুর রহমান মিজান,সিদ্দিক,নজরুল খাঁ,লাল্টু ফকির,অজয় ও নির্মল।
আলেয়ার দাবী আসামীরা তাকে সরকারী ঘর দেওয়ার কথা বলে প্রতারনা করেছে। আলেয়া জানায়, তার কন্যা লতিকার নামে ৪ শতাংশ, নাতী আরিফুলের নামে ৪ শতাংশ ও তার নিজ নামে ৪ শতাংশ জমি ক্রয় করি। কবলা দলিল নং ৮৫২৬,। তাং ৯/১০/২০১৭। মৌজা গংগানন্দপুর।
এছাড়া পশ্চিম ধানবাড়ীয়া মৌজার ৪ শতাংশ সরকারী জমির ভোগ দখল করি। আসামীরা আমার ও্ইসব জমিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে। এছাড়া আসামীরা আলেয়া বেগমের দায়েরকৃত জিআর ৭৫/২০২৪ নং মামলা তুলে লইবার চাপ সৃষ্টি করে। বিধবা আলেয়া বেগম তার দায়েরকৃত মামলার ন্যায় বিচার চান।