প্রথম দিনেই তামিমের অপরাজিত ১৪০

স্পোর্টস ডেস্কঃ
টেস্ট ক্যারিয়ারে ৬৮ টেস্টের মধ্যে ৬৭টিতে ওপেনিং করেছেন যে ব্যাটার, সর্বশেষ মিরপুর টেস্টে পেয়ার পেয়ে (উভয় ইনিংসে ০) তার ওপেনিং ব্যাটিং অর্ডার কেনো নড়বড়ে হবে ? কেনোই বা উঠবে এ প্রশ্ন।

প্রশ্নকারীকে কেনোইবা সিডন্স সন্তুস্ট করতে তামিমকে ৪ নম্বরে নামিয়ে আনার কথা বলবেন। ব্যাপারটা মোটেও ভাল লাগেনি তামিমের। প্রশ্নকারীর এমন প্রশ্নকে স্টুপিডের মতো বলতে দ্বিধা করেননি তামিম।
এ প্রশ্নের জবাব ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট দিয়ে দিতে চেয়েছেন তামিম। টেস্টে ওপেনিংয়ে যে এখনো তার বিকল্প হননি কেউ, তা জানিয়ে দিয়েছেন এন্টিগায় তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিন।

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে অনুষ্ঠানরত ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি উদযাপন করেছেন তামিম । এন্টিগার কোল্ডরিজে প্রথম দিন শেষে তামিম ১৪০ রানে ব্যাটিংয়ে আছেন। ২৪০ বলের মোকাবেলায় ১৯ চার, ১ ছক্কায় তার এই সংগ্রহ। প্রথম দিন শেষে বাংলাদেশ দলের স্কোর ২৭৪/৬ । প্রথম দিন বাংলাদেশের রান উঠেছে ওভারপ্রতি ৩.৪১ হারে। এদিন ৮ বোলার ব্যবহার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। তাদের মধ্যে লুইস পেয়েছেন ২ উইকেট (২/৪৪)।

তামিমের যথার্থ ওপেনিং পার্টনারের অভাব পূরণ করতে পারছেন না মাহমুদুল হাসান জয়। ৬ টেস্টে ৪ ডাক (০) এ তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনুশীলন ম্যাচ কেটেছে তার রানহীন। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরেছেন তিনি (৬ বলে ০)।
এমন বাজে শুরুর পরও বাংলাদেশ দাঁড়িয়েছে ঘুরে। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-শান্ত যোগ করেছেন ১৪০ রান। শান্ত থেমেছেন ৫৪ রানে। ৫ম উইকেট জুটিতে এসেছে ৯৭ রান।

টেস্টে বৃহস্পতি তুঙ্গে থাকা লিটন অনুশীলন ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিয়ে ব্যাটে কথা বলতে পারেননি। ফিরেছেন মাত্র ৪ রানে। চোট পেয়ে ইয়াসির আলী রাব্বী যখন ড্রেসিং রুমে ফিরে গেছেন তখন তার রান ছিল ১১।

অধিনায়কত্বের বোঝায় স্বাভাবিক ব্যাটিং ভুলে গেছেন মুুমিনুল। নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে ৮৮ও ১৩*এর পর ৫ টেস্টে রানের চিত্র তার ০ও ৩৭, ০ও ২, ৬ও ৫, ২, ৯ও ০! ক্যাপ্টেনসির বোঝা মাথা থেকে নামিয়েও ফর্ম ফিরে পাননি মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিন কোনো রান না করেই চার্লসকে উইকেট দিয়েছেন (৬ বলে ০)।

বাংলাদেশ ১ম ইনিংস:২৭৪/৬ (৮২.৫ ওভারে), তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৬, মোসাদ্দেক ৬* ; ম‍্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক‍্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *