বিনোদন ডেস্ক : চলচ্চিত্র তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর মধ্যে মনোমালিন্যর দ্রুত সমাধান চান তাদের বড় ছেলে ফারদিন।

তিনি বলেন, সব ঠিক আছে। আমি তো আমার আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। ছেলে হিসেবে আমি তো তাদের দুজনকেই চাইবো। দিন শেষে আমার চাওয়া হলো যেন বিষয়টি দ্রুত সমাধান হয়।

ফারদিনের ভাষ্য, ২০২২ সালে এটা হাইলাইটস করার মতো কোনো বিষয় না।

তবে সত্যি কথা হলো উনি (জায়েদ খান) ডিস্টার্ব করেন। চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। এগুলো হয়ত প্রমাণ দিতে পারব না। আমি জানি বিষয়গুলো, পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমন না। উনাকে এত গুরুত্ব দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।

ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে আরো যোগ করেন, এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়।

এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলব, এটা ঠিক না।

মৌসুমীর সঙ্গে দূরত্ব স্বীকার করে নিলেন সানী
‘সানী একতরফা বলেছেন,জায়েদ আমাকে কোনো অসম্মান করেনি’

আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *